জামালপুর টু সরিষাবাড়ী পাকা রাস্তার ভাটারা বাজার হইতে পশ্চিমে দিকে মাদারগঞ্জ পাকা রাস্তার প্রায় ২ কি: মি: দুরে এইটি অবস্থিত । এক সময় এই নদীটি অনেক বড় একটি নদী ছিল। নদীটির উপর ব্রিজ হওয়ার পর বর্তমানে এই নদীটি বিলিন হয়ে আসছে । এখন শুকনো মৌষমে নদীর ধারে ভিবিন্ন ফসলের চাষ হয় । ফসলের মধ্যে মিষ্টি আলুর চাষ বিক্ষাত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস